আমি সব ! আমি গণতন্ত্র
আমি মহামন্ত্র আমি যন্ত্র
আমি মানব-মানবীর অধিকার
অত্যাচারী দুর্নীতির বিরুদ্ধে হুংকার
আমি এক বিধাতার
এই দেশ আমার অলংকার  
আমি সইতে পারি না আর
  মানুষের অত্যাচার

আমি করিনা মরনের ভয়
আমারে বিকিয়া দিয়াছি নাই সংশয়
কালো থাবা কারা কেবা সমূলে করিব সৎকার
আমি একা নই কোটি মানুষ আমার হাত
উৎপাতে করিব প্রতিঘাত দুর্নীতি হবে উৎখাত।

আমি রেলের চাকায় গরীবের হাড় ভাংগা গন্ধ পাই
আমি শোষিত; নিষ্পেষিত রক্তের কথা শুনে যাই
আমি আমার চেয়ে অধিকার বড় মনে করি
আমি লোহার শেকলে বন্দি মানুষের গান গাই

আমি সুখ পাই নিজেকে পরের তরে বিলায়ে
আমি সোচ্চার আজ ; জাগো নাই লাজ
আমার দেশ আমার মায়ের জন্যে
আমি খুজি তারে বারে বারে হন্যে

আমি মায়ের শ্লোগানে গান গেয়ে যাই
জাতির আর্তনাদে কেপে উঠে পাই ঠাই
আমারে দেশের তরে বিলিয়ে দিলাম
তব দুর্নীতি বন্ধ হোক  নিজেকে সপিলাম।