মিষ্টি খামু দেন বিশ হাজার
কাম চালাইতে অইলে।
বাড়াবাড়ি ধরাধরি
অইবো কইলাম নইলে।

কি করস তুই!
কে আছে তর বাপ?
মিষ্টি দে তয় বাইচ্চা যাবি,
কইরা দিমু মাপ।

এইক!
কিয়ের এনো আইন দেহাস তুই!
আংগোরে তুই চিনোছ?
আমরা অইলাম হারামজাদা
হেইডা কি তুই জানোছ?

বাহ। চমৎকার গুন্ডাগিরি।
মনগড়া সব  আইন।
মিষ্টি খাওয়ার অজুহাতে,
বিশাল বড় ফাইন!

পাশ থেকে কেউ
"দেখেন ও ভাই"
একটু দেননা কমাইয়া
হারামজাদার ব্যবহারে,
লোকটি গেল ঘামাইয়া।

আহা কি লজ্জা! ছিঃ।
দুর্বল হলে তাই?
অমানুষের রঙতামাশা
উন্নয়ন এটাই!