তুমি মুক্ত বাতাসে বীরের বেশে
তুমি মালিকের দান,
তোমার আগমনে সিক্ত আমি
লাখো মুসলমান!
মিথ্যাজালে বন্দী ছিলে তুমি
কষ্টের অপমান,
মামুনুল হক সত্যের আলো
মিথ্যার অবসান!
কেঁদেছি অনেক রাত্রি দিনে
দেখে তোমারে ম্লান,
ধবংস হবে জালিমের দল
ভেস্তে যাবে প্লান!
গর্জে উঠবে আকাশে বাতাসে
আবার সত্য গান,
মামুনুল হক সাহসী সেনা
খুশবু ছড়ায়ে ঘ্রাণ!
দালাল গুলো চুপসে গেছে
মূর্খরা সব ম্রিয়মাণ,
অহংকারে উবে যায় ওরা
কারাগারেও সম্মান!
মামুনুল হক হকের উপড়
ওলামায়ে হক শক্তিমান,
আমার প্রিয় জন্মভূমি
বাংলাদেশ আমার প্রান!