ও পাখি তুই গেলি কোথায়
আয় না আবার ফিরে,
তোর ছানারা বসে আছে
একলা ভাঙ্গা নীড়ে।
বৃষ্টি-বাদল ঝড় তুফানে
কোথায় যে; ছুটে যাস,
তোর ছানাদের খাবার দিলাম
আবার কি'রে; তুই চাস।
এমন ঝড়ে যাস না দূরে
কি আর আছে; চিন্তার!
তোর ছানাদের ছাতা দিলাম
ভিজিবে না যে ; আর।
তোর স্বামীকে খবর দিলাম
আসবে যে; ফিরে কাল,
নতুন করে বাঁধবে বাসা
দিবেরে ঘরের চাল।