চারিদিক ঘন কুয়াশার আস্তরনে গেছে ঢেকে
কে যেন আমারে দূর হতে অদুরে নিয়ে যাচ্ছে অকৃতিম ভালোবাসার আচ্ছন্ন মায়ায় ডেকে...
প্রকৃতির চির অকৃতিম নিরবতায়
শুধু ঝক ঝক লৌহ-দানব যাচ্ছে তেরে ব্যস্ততা ফেলে,
আর কত বাকি গন্তব্যটা কি ?
পৌঁছে যাবো নাকি সুবহে সাদিক এলে!
এই দেখা মিলে কিছু ঘরবাড়ি পরক্ষণেই দেখি প্রান্তরে ছেয়ে গেছে এই দুটি চোখ,
আবার ওই কাছেই দেখি আড়ং জমে বুঝি এখানে
ভোরে মানুষের পরে ঝোক,
অনেক সময় ধরে শুভ্র প্রতিচ্ছবি ছাড়া আর কিছু নেই,
এখানেই ঘন কুয়াশায় ছেয়ে গেছে শুণ্য প্রান্তর তেপান্তর এই বুঝি সেই।
ইচ্ছে হয় নেমে যাই লুকোচুরি খেলি নিজের সাথে
একান্তে হারাই নিজেকে ওই শুভ্র দেশের আড়ালে,
এ যে ট্রেন ছুটে যাবে পথ ; ওর কি আসে যায় আমি হারালে!
এই চোখ! দেখ দেখ! ওই যে কি সুন্দর মায়াবি লাগে হিজল গাছটি, স্বগৌরবে আছে দাঁড়িয়ে,
রাতে ভয় লাগে একা যেতে জিনে ভূতে ছুয়ে দিলে
নগ্ন পায়ে ভোরবেলা শুভ্র রক্তিম ফুলের নীরে যাবো
বারবার হারিয়ে।