ভরা নদী আবার কচুরিপানায় গেছে ভেসে
কেমনে মাঝি পার করে দিবে এই পারেতে এসে,
সন্ধের  আর কিছু বাকি গন্তব্যে যাওয়া হবে নাকি
সাঁতরে পারি দিবো সিদ্ধান্ত নিলাম অবশেষে।

কচুরিপানার চুলের গন্ধে কী যে স্নিগ্ধতা মেলে
প্রশান্তি-সুখ, মুক্ত শ্বাস প্রসারিত হয় এখানে এলে,
নদী জল করে ছলছল, পবিত্র নোঙ্গর দেয় ফেলে
অশান্তি লাগে ওহে নদী তোমায় ছেড়ে কোথা গেলে।

কচুরিপানা ভেসে বেড়ায়; দূরে রাখালের গোয়ালে
অর্ধজল ধারণ করে; প্রান বিলায় গরু চোয়ালে,
খেয়ালে বেখেয়ালে আমি হারাই সবুজ দেয়ালে
সন্ধে-সকাল হাটি রিক্ত পায়ে, গালিচার মধ্যা'লে।