কথার মাঝেই ফুটে উঠে কোন কাননের ফুল
কাথার মাঝেই উঠে আসে জাতের গন্ধ কুল
কথা হলো সভ্য মনের বিশাল ধারার গুণ
কথার মাঝেই রক্ত ঝড়ে শরীরে আগুন।
কথার মেলায় কথামালা যত্ন করে রাখে
কেউবা আবার যতন করে কথার পেঁচে মাখে,
কারো কথা এতই তিতা মুখে আনা দায়
অনেক আছে মন ভরে দেয় সুমধুর কথায়।
কেউবা আবার বলতে কথা কত বাহন খোঁজে
কারো কথায় জীবন মরন কত কিছু বোঝে,
কারো কথায় খুন হলেও সুন্দর ছবি আঁকে
অকথ্য সব মুখের কথায় গন্ধ আসে নাকে।
কেউবা আবার কয়না কথা কাজে প্রমান লোক
কারো কথার ইশারাতে গরীব গিলে ঢোক,
কেউবা আবার বোবা শয়তান, কয়না কথা মুখে
মিথ্যা কথার প্রতিবাদে মানুষ বাঁচে সুখে।
এমন অনেক কথা আছে মুখে নেয়াই পাপ
কথার উপর কথা আছে বাপের উপর বাপ,
গল্প কথার ফুলঝুড়িতে কত মানুষ হাসে
সত্য কথায় মরেও সুখ সবাই তাহার পাশে।