মুখের কথা মন্ত্রমুগ্ধ হয়ে শুনে মানুষ
একবার যদি কেউ কথার প্রেমে পড়ে তবে
তাকে আর ফেরানো যায় না।
বেশি আকৃষ্ট করে কথা বলার ভঙ্গিমা, অভিব্যক্তি,
ব্যক্তিত্ববোধ,রুচিবোধ ইত্যাদি।
শুধু কথা দিয়ে কাউকে মেরে ফেলা যায় আবার
কথার মায়ায় বাঁচিয়ে রাখা যায় সযত্নে অনন্তকাল ।
আমি কথার বায়োস্কোপে তাঁরে জয় করেছি !
কথার শক্তি ও সামর্থ্য অসীম।