জ্ঞান পিপাসু ওহে কবি! একটু ফিরে চাও
তরিঘড়ি করে সদা, কোথায় চলে যাও,
সত্যবানী তোমার নীতি, দুর্জয় অভিজাত
তোমার সবুজ স্বপ্নগুলো, নির্মম বাজিমাত।
তুমি কবি সত্যবাদি, যুগের অলংকার
অমানিশা দাও ঘুচায়ে, শ্রেষ্ঠ রূপকার,
তোমার তরে বিশ্ব হাসে, অভীরু প্রতিবাদ!
তুমি কর অসম গৃহে, অনীহ সাম্যবাদ,
ওহে কবি পূর্ণ রবি, সেবা দাও ঠেলে মোরে
আমি অধম, কবিসেবা; করিব কেমন করে!
তোমার আলো মূর্ছনাতে, মন জুড়িয়ে যায়,
কবি তুমি শ্রেষ্ঠ যেজন, এই আমাদের গাঁয়।
কর্মচারী-প্রজেক্ট দেখি, ফিরতেছি পথ ধরি
ভাইসাব কহেন, ও কবি! চা পান যাও করি,
সুলতান শাহের কবিসেবা, সাধ্য কিসে কাটি!
আমান চা-ঘর পরিপাটি, থামলো চরণজুটি।