সুন্দর ও চিরসত্য একমাত্র মৃত্যু
যার থেকে রাজা বাদশা ধনী গরিব
কেউ পলায়ন করতে পারবে না....
কিসের অহংকার আমার,
আমার শেষ পরিনতি সম্পর্কে আমি কেন জেনে ও বুঝি না...
আমার মোবাইল, আমার ল্যাপটপ,আমার বাড়ি আমার গাড়ি, আমার পাঞ্জাবিটা, সব কিছুই ক্ষণস্থায়ী,
হঠাৎ দুনিয়া ছেড়ে চলে গেলে কিছুইতো আমার না....
আমার দামি বাইকটা আমাকে মৃত্যুর দিকে ধাবিত করে,
আমার সম্পদ আমার উপার্জিত টাকা আমাকে বিপথে নিয়ে যায়, তবুও কি আমি কিছুই বুঝব না এ কি হয়!
নানির সাথে ঘুমোতে অন্যদের সাথে প্রতিযোগিতা লাগতাম,
নানিকে ছাড়া ভালোই লাগত না,
সেই নানিটা হঠাৎ আমার চোখের সামনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরপারে চলে গেলেন,
অনেক খারাপ লেগেছিল অনেক কেঁদেছিলাম,
মা বলেছিল তোর নানি ঘুমোচ্ছে,কই নানির তো আর ঘুম ভাংলো না..... আর ফিরে এলো না..
আজ প্রিয় বড় এক ভাই মোহাম্মদ সাইদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় চলে গেলেন,
কান্না ছাড়া আর কিছুই করতে পারলাম না...
চারটি কন্যা সন্তান চোখের মনি এতিম করে রেখে গেলেন, কোথায় গেলেন?
বাবার সাথে সন্তানদের আবার কবে দেখা হবে কিছুই তো বলে গেলেন না..
কেউ কিছু বলে যেতে পারে না...
আসলে এই পৃথীবি থাকার জায়গা না.......