আমি ক্ষমতায় আছি সমাসীন!
আমি আমার উপরে কেহ নাই।
আমি অসহায় গরিব কাঙালির,
জয় বাংলা আমি বাঙালির ?
আমি মূর্খ ; আমি ধূর্ত ;
কি হয়েছে তাতে কি ?
আমি সর্বেসর্বা জনতার,
আমি ধবংস করি 'অধিকার'।
আমি হত্যাকারী বুদ্ধিজীবিদের
আমি বিরোধী উন্নয়নের,
আমি বঙ্গবন্ধুর সৈনিক সাজি
দুঃসময়ে খেলি আঁতসবাজি!
আমি সরকারি অফিসার
গাড়ি, বাড়ি, টাকা দরকার,
আমি 'অসহায় 'চেপে ধরি
হুসিয়ার! করি সৎকার।
আমি নিজের সেবায় করি খুন;
পথিকের লাশ করি গুম,
আমি গণপ্রজাতন্ত্রে দেই হানা
আমার কাজে নাই কোনা মানা।
আমি এলাকার ত্রাস
আমি মহা সন্ত্রাস,
আমি জুয়া খেলি মদ খাই
"অসহায়" নেশাখোর পেলে
পিটাইয়া চামরা উঠাই!
আমি ভিক্ষুকের পয়সা গুনি
আমি কি কারো কথা শুনি?
আমি মাজলুমের হাহাকার!
আমি এদেশের জমিদার।
আমি সত্য ভীরু,আমি মিথ্যার
আমি কুরুচি করি বিস্তার,
আমি নেশাখোর দেই জন্ম
আমি ক্ষমতায় অনন্য।
আমি ধর্ষিতা মায়ের কান্না;
আমি দেশপ্রেমিকের রক্ত বন্যা;
আমি দেশের শত্রু তবু মিত্রু
আমি মেম্বার চেয়ারম্যান
জনতার ত্রান চুরি করি কেন?
আমি চোর আমি দোষি
আমি মারাত্মক সন্ত্রাসী
আমি নির্লজ্য আমি তাজ্য
আমি এদেশের সমাজের
বাংলাদেশের করি ধবংস!
আমি বঙ্গবন্ধু ঘোষিত-
কম্বল চোরের বংশ।