আর আসিবো না আমি এই ধরনীর বুকে
তোমরা সুখে থেকো প্রতিদিন,
দূর পানে আমি ছুটছি বেগে
যেখানে সীমানা অন্তহীন।
ভালোবাসার ভাগ্য নতুন কবি কাব্য
কত রূপ আসে যায় নিত্য কারুকাযে,
শূন্য হতে সৃষ্টি করে পুর্ণতায় ভরে দেয়
আত্মীয়-স্বজন পরিবার প্রতি ভাঁজে।
আমি শুন্য; অসীম আমার শক্তি স্রষ্টার
আমি নিভৃত পায়ে পথ চলি জড়ায়ে একাকার,
আমি নিজের সাথে কথা বলি নিস্তব্ধতায়
আমি মানুষ সেরা জাতি কেন অস্থিরতায়।