যেখানে মিষ্টি রোদ এসে থেমে যায়
অবেলায় এই নিস্তব্ধ জানালায়,
সেখানে আমি একাকীত্ব জীবন পাড়ি দিচ্ছি
কোন সে অজানা সুখের আশে নিরালায়।
ঘুমহীন চোখে; মুখে শূন্য আর্তনাদ উষ্কখুষ্ক চুল
অনিবার্য মৃত্যু যেনেও জীবনের সন্ধানে ছুটি,
প্রাণ বিলায় আবেগে প্রস্ফুটিত ফুল ঝুটি
লুটোপুটি দেয় অনিন্দ্য অসার দেহখানা ছুটে নির্ভূল?