তোরা অনেক মহা জ্ঞানি
অখাদ্য খাস ময়লা পানি,
কত করিস মিথ্যা বিচার
নিজ ঘরেতে সেই অনাচার!

ফাঁকা বুলির নাই যে জুরি
হাতে পরিস লোহার চুরি,
কানে পরিস রুপোর দুল
তোরাই সাধু, আমরা ভুল?

গায়ের বলে গোষ্ঠী জেরে
নিজের পায়ে কুড়াল মেরে
তোরাই আবার শোনাছ  বানী
আমরা সবাই তোদের মানি?

স্বজন-প্রীতি কুজন-গীতি
দেখাস আবার খোদাভীতি
তোরাই মহৎ দেশের সেবক
আমাদের ভাবিস সেচ্ছাসেবক?

জেনে রাখ আমরা  কবি!
লিখি বলি, সত্য সবই
হুশিয়ার !  অমানুষের দল,
তোরা  কাপুরুষ বড়ই দুর্বল!