জোর জুলুম বন্দী করে
যায় না ঢাকা সত্যকে,
আলোর নিশান উঠবে জেগে
ধ্বংস করবে মিথ্যাকে।
যতই করুক অত্যাচার আর
ষড়যন্ত্র এই দেশে,
ধান্দাবাজির শেষ সীমানায়
কি লাভ হবে এসে,
তোমার গলে ফাঁসির মালা
অচিরেই পরবে,
সন্ত্রাস চাঁদাবাজ ধর্ষক
পথে ঘাটে মরবে।
বিচার হবে এই মাটিতে
দুর্নীতিবাজ যাবে কই
জনগনের কষ্টে কেনা
সফলতা আনবোই।