ভালোবাসা বিচ্ছিরি কংক্রিটে রঙের প্রলেপ
ভালোবাসার প্রতি ভাঁজে মিথ্যা সাজানো ট্র্যাপ,
প্রজন্মের ভালোবাসা ডেটিং ফ্রি-মিক্সিং কামনা
ভালোবাসা মোহ রঙ নোংরামি বেহায়াপনা !
প্রশান্তি, শান্ত করে দেহ মন পবিত্র বন্ধন হলে
ভালোবাসা ছড়ায়ে সুখ মস্তিষ্ক মনের অতলে,
ভালোবাসা আঁখির অগোচরে প্রেয়সীর অনুভব
ভালোবাসার সিক্ত জলে অন্তর্জাল ভিজে সব।