মিষ্টি কুমড়ো বেগুনি বানায় আমার আপন নানি!
তেলের বদলে খেতে পারেন গঙ্গাবুড়ির পানি,
কাঁচা কাঠাল মজা বাহার; মাংস কেনা বাদ,
পেয়াজ ছাড়া খাইছি অনেক, কম হয় না স্বাদ।
ইলিশ মাছের আঁশটে কিনে ঝোল করে যে খাই,
হারাম কামাই নাই যে আমার কি করিবো ভাই!
চুনো পুটি আগের মত খাল বিলে কি মিলে?
বালুভরাট কইরা সবই খাইয়া নিছে গিলে!
ফল ফলাদি আছে অনেক; মিষ্টি বিষে ভরা,
আইন আদালত বিচার সালিস; পলিসিতে গড়া,
কাঠ-কেমিক্যাল-কয়লা দিয়া; রঙিণ মরিচ গুড়া!
খাইয়া হইছে কিডনি পাথর; এবার জীবন সারা।
বাড়ছে মানব মরছে মানুষ অমানুষের ঢল,
বাটপারি আর চাঁদবাজির কারখানা সচল,
সমাজপতির নাই যে ভীতি;কিসের হিসেব দায়!
দলের লিডার বানায় দিছে; জনতার কি যায়?