আমার সঞ্চিত সকল ভালোবাসা
শুধু তোমাকে কেন্দ্র করে নয়,
সহস্র পথ পাড়ি দিয়ে অজানা প্রান্তরে-
তনুমনে তোমায় খুঁজে ফিরি ঠিক,
কিন্তু আমার ভালোবাসা বিশ্বময়।
তোমারে কল্পনার বাসরে নিয়েছি সপে,
তুমি শ্রেয়সী সুপ্তি মোহনীয় দর্শন রূপে।
আমার জগৎ ভাবনার মাঝে তুমি সেই,
অঙ্কিত করি হাজার রঙ মেখে তোমারেই।
আমার ভালোবাসা রাজ্যে কোন দ্বিধা বাঁধা নেই,
তোমার রূপ রূপকের প্রতিচ্ছবি আঁকি নিমিশেই।
আমি প্রশান্তি সুখ খুঁজি, উঠে প্রাণের উচ্ছল হাসি,
দেখি ; তোমার মাঝে যেন আমাতেই।