যদু ওরে শোন রে কথা
বলি তোরে কানে কানে,
এসব কথা কেউ না জানে
রাখিসরে তোর মন-প্রাণে।

যদু ভীষণ পেটফাঁপা লোক
কথা ছড়ায় জনে জনে,
জ্ঞানী লোকে বার্তা ছড়ায়
বিনা অর্থের বিজ্ঞাপনে!

নির্বাচনের ধান্দামিতে
চিটার দলের রাজাটা,
বুদ্ধি আটে যদুর পাটে
দল ভাড়ির  মজাটা।

এমন করে ছড়ায় বার্তা
যদু মশায় সাংবাদিক,
পত্রিকা সে নিজেই একা
চিটার দলের সাংঘাতিক।

মিথ্যা রটে জয় হয়ে যায়
চিটার দলের রাজনীতি
এমন করে হলে তবে
কিসের রবে ন্যায়নীতি।