আকাশ ভেংগে ঝড়না ঝড়ে
ঝড়ে কত তারা,
এই না দেখে জাফিয়াটা
হয় যে দিশেহারা।

উড়ে উড়ে অনেক দূরে
যায় যে পাখির দল
তাইতো জানালাটা খোলা
নামে খুশির ঢল।

বৃষ্টি জলে মাঠ যে তলে
নৌকা চলে ওই,
নেচে গেয়ে দিন চলে যায়
করে যে হইচৈ।

রঙ বেরঙের হাসের ছানা
ভাসছে নতুন জলে,
এই না দেখে জাফিয়াটা
হাসছে নানান ছলে।