ঝড় নেমেছে অনেক জোরে
গুড়ুম-ধুরুম আকাশ,
অর্ধ ভিজে বৃক্ষতলে
ছুটছি এপাশ-ওপাশ।
দৌড়ে গেলাম টিনের তলে
আরো গেলাম ভিজে,
চাচা মিয়ার মুদি দোকান
শান্তি পেলাম কি যে।
বজ্রপাতের তরঙ্গ ঢেউ
কানে লাগে তালা,
বৃষ্টিফোটার জলের স্রোতে
হচ্ছে নতুন নালা।
চাচার পুকুর জলের তলে
মাছ গেল সব চলে,
আমার যে খুব কষ্ট লাগে
কারো ক্ষতি হলে।
ঝড় থেমেছে সন্ধ্যা হলো
শান্ত হলাম সবে,
শুকরিয়া ওই মহান রবের
বাড়ি ফেরা হবে।