পালকি এসে দুয়ার কোনে
নাইতো দেরি আর
গুসল শেষে শুভ্র বেশে
জীবন তরি পার,
দেখা হলে বলতো কথা
হাসিমাখা মুখে
হঠাৎ করে চলে গেল
কান্না জড়ায় বুকে।
শেষ দেখাটা এমন হবে
হয়নি ভাবা কভু,
গুনাহ খাতা যত আছে
মাফ করে দাও প্রভু।
চারটি মেয়ে কেঁদে সারা
আত্মীয়-স্বজন,
বৃদ্ধ বাবা যেন বোবা
পাড়া পড়শি জন।
হঠাৎ তাহার করুণ মরণ
কেউ ছিলো না পাশে,
আর্তনাদের কঠিন ভাষা
আমার কানে ভাসে।
এপ্রিলের ওই উনত্রিশের
দুই হাজার চব্বিসে,
স্মৃতি হয়ে গেলেন তিনি
মনেরি ক্যানভাসে।