লুটপাট হরিলুট চাঁদাবাজি কারসাজি
হুমকি ধামকি আবারো কি চলবে?
রমরমা মাদকের ছড়াছড়ি গড়াগড়ি
নেশাখোর অমানুষ আবারো কি ঢলবে?
ক্ষমতার পাগলামি কুত্তার ছাগলামি;
মাতালের মাতলামি আবারো কি চলবে?
বিচারের আসরে মূর্খের রাজগিড়ি;
জ্ঞানীগুনি বাদ দিয়ে আবারো কি চলবে?
পূর্বের মত করে আবারো হয় যদি !
কেউ কি কথা কভূ বলবে?
চুপ থেকে অনেকেই জেব টেব ভরবে
দেশ যাক গোল্লায় যে মরার মরবে !