মস্ত বড় হাতি ছুটেন সবার আগে !
বিশাল তাহার দেহখানা ষোল আনা'ই লাগে
পেট ভরে না মন সহে না কম যদি হয় ভাগে।
হাতির বড় নাতি কে হবে তার সাথী !
করতে পারি চাইলে আমি অনেক রকম ক্ষতি
নানার চেয়ে কম কিসে আর আমার অধিপতি।
হরেক মসলা পাতি!
কলাগাছ আর ভাল্লাগে না পানসে লাগে খেতে
ইচ্ছে করে কলাপাতার রেস্টুরেন্টে যেতে।
হস্তীনি পোয়াতি !
বিদেশ যাবেন করতে চেকাপ আল্ট্রাসোনো নাকি
হস্তি নানার নাই যে মানা বলবে আবার মা কি?