অন্ধ হয়ে বন্ধ ঘরে থাকো,
স্বৈরাচারের মায়া এত
ভার করে মুখ রাখো।
কেমন করে মানুষ হয়ে
পশুর ছবি আঁকো।
দিনেরাতে গুজব ছড়ায়
কি মজা পাস এত,
তোদের মিথ্যা সবাই জানে
নাই যে কোন সাঁকো।
রয়ে গেলি দলকানা তুই
মানুষ হলি না'কো!
মুখে বলিস আল্লাহ-রাসূল
বাজাস তবলা-ঢাক'ও,
তাহাজ্জুদে কপাল ঠুকে
ধর্ম বুঝিস না'কো।
স্বৈরাচার আর বাকশালিরা
তোদের ইমান থাক'ও,
গুজব ছাড়ার নির্দেশনা
ভারত বসেই ডাক'ও।
ভেস্তে গেছে ভেস্তে যাবে
ফাটবে তোদের টাক'ও,
ষড়যন্ত্র, গুজব-গজব
ভাংবে তোদের নাক'ও।