কৃষাণ মাঝি ছুটছে ধেয়ে
দেখো ওরে নাও ভিরিয়ে
ফজর শেষে বীরের বেশে
স্রষ্টা রাহে চলছে,
পান্তা দিয়ে পেট পুরিয়ে
কাস্তে নিয়ে বস্তা শিয়ে
সাদা কেশে কালো কেশে
অভিমুখে টলছে,
ধানের বিচি হলদে হয়ে
গন্ধ ঢালে মন ভরিয়ে
কৃষক মিশে ধানের শীষে
অন্ন ঘরে তুলছে,