গড়াই নদীর থেকে তুমি
নিচ্ছো জ্ঞানের তরী,
একটি গড়াই নদী পেলে
লিখতাম ভরি ভরি!

গড়াই নদী পারো যদি
একটু এসো ঢাকায়,
আমি তোমার শিষ্য হবো
দীক্ষা দিও আমায়।