মন ভরে যায় প্রাণ ভরে যায়
ফজরের নামাজে উঠলে জেগে,
পাখিদের গান ওগো তুমি সুমহান
আকাশটা নেই ঢেকে যে মেঘে....
অই পুব আকাশে রক্তিম সূর্য
এখনোতো জাগেনি ঘুমে যে আছে
হাটছি পথে নগ্ন পায়ে
সুবাস ছড়ায়ে দিয়ে যে গেছে
শান্ত বাতাস বইছে ওরে
শীতল করে এই আমারে
সবুজের সমারোহ প্রাণের বাংলা
আমার প্রাণের উচ্ছল ছল মনে সুবাস ছড়ায়ে।
এই পথ এই ভোর শেষ না হলে
স্রষ্টা মোরে দিয়ে অমর করে,
আমার এই বাংলা স্রাষ্টার দান
আমার প্রিয় ভূমি পবিত্র প্রাণ।
এই যে কি গন্ধ!
ধুলোমাখা পথে হেটে যাই বার বার বহুদুর দিগন্ত,
কলা পাতা দুলছে সাদা বক দল বেধে উড়ছে,
ওই যে পশ্চিম কোনে এখনো যে চাঁদ হাসে
এক ধারে সুর্য এক ধারে চাঁদ যে আকাশে
লতা ও গুল্মেরা নেই কোন দিশেহারা
সামান্য জলেই তৃপ্ত,
এই গীষ্মেও ঘাষেরা ভিজে যায় কূয়াশা মৃদু সিক্ত।