কি লিখিবো ঈদের ছড়া
চতুর্দিকে চেয়ে দেখি-
বিশ্বভূবন দুঃখে ভরা!
আমরা তো বেশ সুগন্ধিতে
নতুন জামা গায়,
নির্যাতিত ওই মানুষের
খাবার জোগান দায়।
আমরা তো খুব ঘুরে ফিরে
বসে তরুণ নদীর তীরে,
মৃদু বাতাস মিষ্টি স্বরে
গাইছি নতুন গান,
অপর দিকে রক্ত ঝড়ে,
বুলেট বোমায় মানুষ মরে!
আমি কিসের মুসলমান?