কখনো স্মৃতিগুলো নতুন করে নাড়া দেয়
নতুন করে জেগে ওঠে তারুণ্যের উদ্ভাসে,
কখনো হৃদয়ের ঢেউ আছড়ে পড়ে সমুদ্র বীচে,
চিরসবুজের অকৃতিম সিক্ত শুষ্ক দূর্বা ঘাসে।
কখনো শৈশবের ভুলে ভরা দিনগুলোর শূন্যতায়
এই ভরা যৌবনের সংগ্রামে ক্লান্ত হই ভেসে,
কখনো শক্ত হস্তে করি দমন লোভের প্রাযুর্য সম্ভার
চিরকাল মহাকালের প্রশান্তি ভালোবেসে।
কখনো চোখ বুজে হারাই রঙিন স্বপ্নের দেশে
কখনো আলো ছায়া মিশে যায় নিজেকে হারায় কে সে?
এই নাটকীয় সভ্যতা ছেড়ে লোকহীন প্রান্তরে ছুটি-
যেখানে কলরল কোলাহল নেই নীরব সন্ধা নেমে আসে
পাখির কিচিরমিচির সূরের মূর্ছনায় কচুরিপানার ঘ্রানে
যেখানে খেয়া নাও মাঝির হাতে বৈঠা শোভা মেলে
যেখানে বৃক্ষরাজিরা পর্বতসম মাথা তোলে
সেই স্বচ্ছ অক্সিজেনের বাতাসে ভাসি মনে প্রাণে।