ইচ্ছে করে লাত্থি মেরে দেই উড়িয়ে
অমানুষের ভূমি সমেত,
দেশান্তরি করতে।
ইচ্ছে করে সটান ফেলে দেই ফাঁটিয়ে
হারামজাদার মাথার খুলি,
তোমারা সবাই দেখতে।
ইচ্ছে করে ধর্ষকেরে দেই ঝুলিয়ে
নিজের হাতে ইচ্ছেমত,
ম্যাশিনটাও কাটতে।
ইচ্ছে করে চাঁদাবাজের নাকের মাঝে
জোরছে করে গায়ের জোরে,
ঘুষি-ঠুসি মারতে।
ইচ্ছে করে কিশোর গ্যাংয়ের আস্তানাটা
তুলে ফেলে আগুন জ্বেলে,
মনের সুখে ঘুরতে।
ইচ্ছে করে নাটকবাজির আড্ডাখানা
তালবাহানা কারসাজিটা,
হাইড্রোলিকে ভাংতে।
ইচ্ছে করে ফাপরবাজের কলার টেনে
পায়ের তলে পিষে মেরে,
টুটি চেপে ধরতে।
ইচ্ছে করে স্বজনপ্রিতি প্রতিনিধির
গালে কষে হাতবুলিয়ে,
সাম্যবাদ'ই আঁকতে।
ইচ্ছে করে সোনার দেশে অবশেষে
ভালো মানুষ নিয়ে আবার,
নতুন সমাজ গড়তে।
ইচ্ছে করে মাঝে মাঝে অনেক বেশি
অপমানে শত কঠিন অভিমানে,
এই সমাজটা ছাড়তে।