হাত যে বাধা নাই ক্ষমতা
মুখেও নেই প্রতিবাদ!
তাইতো লিখে প্রকাশ করি
সবার সত্য মতবাদ!
তবু কেন জ্বলে আগুন
তোদের কালো অন্তরে,
ঠিক হয়ে যা বলছি ভালোয়
পালাবি কোন অন্দরে?
ফারাও নমরুদ আবু জাহেল
তোদের চেয়ে নয় ছোট,
ওদের ইতিহাসটা দেখে
ধিক্কারে হেড; হয় নত!
কিসের বড়াই ক্ষণজন্মা
ওরে অবোধ, অমানুষ!
নাম নিশানা মুছেই যাবে
কি লাভ হবে ফিরলে হুশ।