আম খেয়েছো জাম খেয়েছো
আরো খেলে লিচু,
তবু কেন ঘুরছো তুমি
আমার পিছু পিছু।

প্রয়োজনে কাঁঠাল খাবে
নাই যে কোন বাঁধা,
মনটি ভরে জামরুল খাবে
দেখতে সাদা সাদা।

রঙিন রাঙা তরমুজ খেয়ে
এত নাচানাচি,
এবার হলো চুপ হয়ে যাও
রাগবে তোমার চাচি।

জাতীয় ফল কাঠাল খেয়ে
শক্তিশালী  হলে,
হলুদ ভাংগী খেয়ে তুমি
হাসাও কথার ছলে।

এত মজা দেশী ফলে
মন ভরে না খেয়ে,
আরো পেলে আরো খাবো
মামার বাড়ি যেয়ে।