ছন্দ ছাড়া গন্ধ ছড়ায় মন্দ!
রিতা রিচির লেখার ভাঁজে
ছন্দ তালের বাজনা বাজে,
উপস্থাপন সুন্দর ; স্বাচ্ছন্দ।
সেল্ফিবাজি ও.. গুরুজি ভণ্ড
ছাতামাতা লিখে দিলেই ছড়া
শব্দ বানান সবটা ভুলে ভরা,
কে দিবে তাকে শিখিয়ে দণ্ড।
সমসাময়িক লেখনির রাজা
শ.ম. শহীদ প্রাণের কবি ভালো
ছড়া কবিতায় ছড়িয়ে আলো
পাঠক মনের প্রাণ করে দেয় তাজা
আমার বড় ভাই দিদারুল কড়া
ছন্দ ছাড়া বানায়না সে ছড়া,
মনের ভেতর স্বপ্ন ছবি আঁকা
গল্পগুলো সাহিত্য রুপ পাকা।