চেতনাতে ভেসে যায় বিজ্ঞানি ফটকা
ভেল্কিতে জনগন  খায়   যেন   খটকা,
চুলগুলো সাদাকালা  গোফগুলো সস্তা
গুগলের   অনুলিপি   বিদ্বানে   বস্তা!

চেতনার সূর তোলে ধার্মিকে  লজ্জা
নাম তার  মুসলিম   ইহুদির   মজ্জা,
গবেষক গোবেচারা রঙ করে রাস্তায়
পাক্কা  মেধাবি   গাঁজা  টানে  নাস্তায়!