আমরা যদি প্রাণের ভয়ে
সত্য বলা দেই ছেড়ে,
অমানুষের রঙের মেলা
হুরমুড়িয়ে যায় বেড়ে।
আমরা যদি স্বার্থ টানে
"জি হুজুরে" রই মজি,
আলোর ভেলা হারিয়ে গিয়ে
অমানিশায় যাই বুজি।
আমরা যদি অর্থটাকে
জীবন মানে নেই বুঝে,
মূর্খতা যে রাজ করিবে
সভ্যতা পাই কই খুঁজে!
আমরা যদি চুপটি মেরে
কালোর মাঝে যাই মিশে!
কবি লেখক সাংবাদিকের
ছদ্মবেশটা নেই কিসে?
আমরা যদি নিরবধি
স্বজনপ্রীতি স্বভাবে,
অমানুষরা বড় হবে
মানুষ মরবে অভাবে।