বৃষ্টি পরে ঝিরিঝিরি
আমি এখন, কি যে করি
ভিজবো নাকি কিনবো ছাতা
সর্দি লেগে যায়,
ভিজলে মাথা।
অবশেষে একটু ভিজে
কিনলাম একটা ছাতা নিজে,
বৃষ্টি হঠাৎ থেমে গেছে
ছাতা কিনলাম শুধুই মিছে!
আহা, আহাহাহা
আবার বৃষ্টি নেমে গেল
আনন্দ যে ছুটে এলো,
ছাতার ভেতর নিজকে আনি
রিমঝিম বৃষ্টি পরে পানি।
এখন তো আর ভিজি না
ছাতা কাউকে দেব না,
যেখানে সেখানে ঘুরে বেড়াবো
আর তো শরীর ভিজবেনা।