কত সময় দিয়েছি পারি নিঃস্ব আমি বনবাসে
সময়ের ব্যবধানে আমি আমাকে চিনিয়াছি
কোন অভিপ্রায়ে খুঁজে ফিরি আমায় কোন ত্রাসে
নিঃস্ব আমি বিশ্ব তুমি এই মহাবিশ্বময় প্রণয়ে
আমার একাকিত্ব সুখ-দুখ শুধুই আমার প্রলয়ে।