আজব যে এক বনের হোতা দেখতে সাদা কী বড়
ষোল কোটি জানোয়ার যে তার ভয়েতে হয় জড়,
কুত্তা-শৃগাল সহচর যে খাবার জোগায় তার তরে
সেই সুবাদে জয় করেছে হরীণ-গরু জোর করে।
সারে হাজার গুজব দিয়া রুদ্ধ আখি শুদ্ধাচার
ক্রুদ্ধ হারে বাড়ছে ওদের জনপ্রতি সমাচার
পন্ডশ্রমে বন ছেড়ে কেউ অন্য বনে ঠাঁই জমায়
তেলেসমাতি বন ডাকাতি সদ্য ওঠে জন ঠকায়।
"হোতা বিবি মহান কবি "কুত্তা-শৃগাল গান বানায়
সেই গানেরি ওসিলাতে আমাজনে জায়গা পায়,
নিজের বনের দুর্বল গুলো সবল করে লাভটা কি
মেরে দিয়ে দেয় ভাসিয়ে বাহ উপাকার ভর্তুকি।
বনজুড়ে সর্প-সূরে খন্ডিত হয় বনবিভাগ
বিভাগ য্যতির চরম গতি মনে নাই অনুরাগ
বন জূড়ে যাক আগুন জলে জানোয়াররা মরে
তবুও সে হোতা বিবি থাকতে চায় জীবন ভরে।