চেয়েছি যাকে আমি আমার জীবন দিয়ে
কি লাভ বেচে তাকে ছাড়া কি আর হবে,
কেমন করে তুমি ছাড়া বাঁচি কি নিয়ে।
রাত যায় দিন যায় মন তোমাকেই শুধু চায়
তুমি ছাড়া আমার কি আর আছে তবে
প্রতিমুহূর্তে তোমার ছবি ভাসে চোখে হায়।
এমন স্মৃতি নিয়ে সাভাবিক বেঁচে থাকা দায়
সে চায় আমায় কাছে আসেনা কেন জানিনা
এমন করে তার তরে হ্রদয় জ্বলে-পুড়ে যায়।
সেই আলতো আলোয় আখড়া মোড়ে
সন্ধে নামার একটু পরে
কাছে পেয়েছি যাকে চেয়েছি
সে হারালে বাঁচি কি করে।
তার চোখের মায়া তার ঠোটের হাসি বড় ভালোবাসি
সেই খেয়াঘাটে বসি একসাথে অজানায়।
তাকে মন শুধুই তাকে চায়।
তাকে ছাড়া বাঁচা বড় দায়
তাকে ছাড়া থাকা নিরুপায়।
তাই যাই চলে যাই একা নিরালায়।
ভালোবাসার টানে তুমি প্রতিক্ষণে
ছুটে এসে দিয়ে ভালোবেসে
এখন কেন চলে যাও!
বকুল গন্ধ ঢেলে আমায় বুকে নিলে প্রাণ দিলাম সপিয়ে
এমন করে এলে তুমি এভাবে আমায় ভালোবাসা শেখালে
জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে পারি দিয়ে।
তুমি যেদিন এলে এই আমাতে শত রং মেখে গেল মনে
কত সপ্ন আঁকাআকি তোমার কাছেই রাখি আনমনে
ভালোবাসি প্রিয়া আমি তোমায় রাখি খুব যতনে।