আবার এলে তুমি সুখের বার্তা নিয়ে
হাড্ডি সার মানুষের কঙ্কাল করিতে রাজ,
আগুন-পোড়া ক্ষতবিক্ষত অচেনা লাশ ;
তুমি কষ্টের বেদনার ছোঁয়ায় আচ্ছন্ন করে দিতে
আবার এলে তুমি মায়ের কোল কেড়ে নিতে।
ঘুনে ধরা সমাজে জ্বালাতে আগুন;
অজস্র কান্না হাসি ছলনা ভরা মন রাঙাতে,
তুমি এলে আবার কারো ঘুম ভাঙাতে?
কৃষাণের জোয়াল ভাঙা ক্লিষ্ট আর্তনাদে
সত্যভাষীর বীভৎস মৃত্যুর প্রতিবাদে,
তুমি এলে আবার নতুন করে হাসাতে,
রন্ধ্রে গণতন্ত্রে রূপান্তরের রূপ দেখাতে?
পশুত্ব আর হিংসার তরী ভাসাতে এলে তুমি
রাঘব বোয়ালের পেটের জ্বালা মেটাবে বলে,
অনাহারী,বাস্তুহারা, ক্লিভ জাতির করুনা ছলে।
কালো রাত অবসানের খোঁজে কেউ আঁখি বুজে,
কেউ আধার ভালবেসে স্বার্থ নিয়েছে খুঁজে!!
কেউ আবার ক্ষমতায় নিজেকে ভুলে গেছে
কেউ কষ্ট পুঁজি করে ক্ষুধাময় ; সময়,
অসময়ের অভিমুখে অসহযোগ জ্বালায় ভেসে
তুমি এলে আবার নতুন বেশে অবশেষে,
অধীকার যোগ্য দাবিদার হয়েও পরবাসী!
মুক্তভাষি-স্বদেশি ; আমি স্বাধীন স্ব-হাসি?