শোন হে কবি !
জানো কি সবি?

তুমি স্রষ্টার ; শ্রেষ্ঠ সৃষ্টি, যার করুণা অপার
তুমি মানব রূপে মুখশ্রী দানব, স্রষ্টা অবতার,
তুমি মাংসপিন্ড-রক্ত-পানি, অতুলনীয় তাঁর
তুমি জ্ঞানি-গুনী মহা, মস্তিষ্কে তোমার রূপকার।

দেখেছো কবি!
কী সুন্দর সবি!

সবুজে ঘেরা অরণ্যভূমি সবুজ গালিচা পায়
সবুজে জীবন অক্সিজেন; শীতল বাতাস গায়,
সবুজে অবুঝ রিক্ত মনে; প্রশান্তি বিলায়ে যায়
সবুজে তুমি সিক্ত হলে; সবুজে প্রাণ জুড়ায়।

জানো কি কবি?
পানি যে সবি!

পানিতে প্রাণী বাঁচে; ভাসে কচুরিপানা, হাসে হাঁস
পানিতে জীবন পানিতে মরণ অফুরন্ত  প্রাণের বাস,
পানিতে এইচটুও করে বাস ; পিউর এইচে সর্বনাশ
পানিতে তেষ্টা মিটে খুব ; যোগায় কৃষকের চাষ।

কবি তুমি তো মাটি !
জানো কি সেই কথা?

মাটির দেহ মাটি করে গ্রাস ; মৃত্তিকা মূর্ত মানব
মাটির মহিমায় তুমি-আমি ; মাটিতেই  অবয়ব,
মাটির উপড়ে লুটাইয়া পড়ি ; স্রষ্টা আমার সব
মাটতেই শেষ শব অনিঃশেষ; কী খেলা ওহে রব!

শোন কবি!
দেখ কি ছবি?

নীল নীলিমার প্রান্তরে বিছায়ে মহা সমূদ্র বিস্তার
নীল মহাশূন্যে ভাসে ; মহা জাগতিক সৃষ্টি তাঁর,
নীল সে অদূরে  নীল দেখি সব ; যেন বৃত্তাকার
নীল ; চোখের সীমানা পেরিয়ে সৃষ্টি যে অপার।