ভূত দেখি যে দিবা রাতি বড় ভূতের পুত
ভূতের গায়ে লেপ্টে আছে ;বিচ্ছিরি মুত!
অট্টালিকা ভূতের বাড়ি; কত যে বাহাদুরি
চুরি চামারি গুন্ডাগিড়ি; ভূতের যে খুব যুত
ভুতের সেবায় হুতুমপেঁচা করছে কড়া লুট!
বট গাছেরি তলে কাউকে একা পেলে
ভূতের রাজা-প্রজাদের সুবিধা খুব মেলে,
ভূত ভুত খোড়া ভূত কানা ভূত খন্নাস ভূত
ভূতের রাজ্যে খুব ভূত-শোষণ অনিখুঁত।