আত্ম সেবায় যায় সে কাবায় ;
মত্ত নোংরা কাজে,
একই কাপড় দেখছি আবার;
নতুন ডিজাইন ভাঁজে।
ফ্যাসিবাদের দোসর হয়ে
টেম্পু-স্টানের মোরে,
কলিমুদ্দির লেংরা পোলা
চাঁদাবাজি করে।
এমন করে চলছে আবার
নতুন চাঁদাবাজি
পুরানগুলা বিদেশ গিয়া
করছে মস্তিমাজি।
তিপ্পান্ন বছর এমন করেই
দেখছি দেশের সাজ,
ক্ষমতাসীন করছে সবাই
আত্ম সেবার কাজ।