আমি হাসি ভালোবাসি
ফেলি না কভু দীর্ঘশ্বাস,
ফাঁসির কাষ্ঠে উল্লাসে হাসি
আমি অপরাজেয় মহাত্রাস।

আমি জয় করি ভয় !  
করি ক্ষয়! যত অশালীন,
আমি স্রষ্টার শ্রেষ্ঠ উপহার
সত্যের ঝংকার অন্তহীন।

আমি পাষাণ ; মন বাঁধি
আমি মহামায়া সীমাহীন,
আমি হিমালয় করি জয়
করি সব ; যাহা সমীচীন।

আমি আইন করি শ্রদ্ধা
হুমকি ধামকি করি নাশ,
আমি আমার মহাজগতে
স্রষ্টার বিধান করি চাষ।