আমি কারে করি ভয় ; আমার কি কিছু হয়?
আমি অমানুষ ; আমি অমানুষ করি জয়।
আমি করি চাঁদবাজি, গুমখুন মহা ত্রাস,
আমি পথিকের শ্রম; অন্ন তব করি গ্রাস।
আমি দশের তরে দোষী আমি অকল্যাণ
আমি প্রহসন অট্টহাসি; সবে করি মৃদু ম্লান।
আমি নিজ মুখোশ করি প্রকাশ আমি সন্ত্রাস!
আমি অর্থে সত্য ঢাকি ; মিথ্যার রাজ্য করি চাষ।
আমি মানবতাবিরোধী; আমি করি হোহো চিৎকার,
আমি খেচকা টানে নিঃশেষ করি, শত অধিকার!
আমি নির্মাণ করি দলে দলে, অমানু্ষের দল
আমি দাম্ভিকতায় ভাসি, আমি মহাপ্লাবন ঢল!
আমি রোজ করি রাজ ; সব হুকুমের মোহতাজ,
আমি অভিনন্দিত, নিরানন্দ করি সব কাজ।
আমি দেখি আমার ভেতরে কালো অন্ধকার
আমি শুভ্র ; চাদরে মোড়ানো কী চমৎকার!
আমি অমুকের ভাই, তাই ফ্রেমে ভেসে যাই
আমি উরন্ত ঘুড়ি দানবীয় ; নাটাই সূতা নাই।
আমি নিজস্বী চিত্রে মহা খলনায়ক একাকার
আমি কসাই ডোমঘর ; কি বিচ্ছিরি কদাকার!
আমি মরণ করি জয়,আমার স্রস্টা বুঝি হয়?
আমি খুনে রণে, অশান্তি ছড়াই ঢালি ভয়।
আমি ফেরাউন নমরুদের দলে; ধুলোয় হাটি
আমি কাঁপিয়ে তুলি দারিদ্র্য ভূমির পবিত্র মাটি।
আমি জারজ বিরাজ করি অমানুষের অন্তরে
আমি অস্থিরতা ছড়াই, দিগন্ত মাঠ প্রান্তরে।
আমি উন্মাদ অমানুষ, হারাম করি ভোঁজ
আমি প্রকাশ্যে উলঙ্গ করি আত্মা নিখোঁজ!
আমি আজরাইলের ভয়ংকর রূপ রূপকার!
আমি ভূখণ্ডে অমানুষ রাজত্য করি বিস্তার।
আমি নোংরা বীভৎস ছিঃ, সভ্যতা করি ক্ষয়।
আমি চাটুকার-দালাল-দানব, এই পরিচয়!