আমি ও লিখি কবিতা ছড়া গান
আমার লেখায় উস্কানি নেই যোউন সুরসুরি নেই
আবেগের যোয়ারে ভাসিয়ে দিয়ে সংসার ছাড়ার কোন পদ্ধতি আমার লেখনিতে নেই.....

আমি লিখি মানুষের জন্য মানবের জন্য নয় ,
আমি লিখি অত্যাচারী মাজলুমদের পক্ষে
অন্যায় অপবাদ ছলচাতুরী আমার লেখায় খুঁজে পাবেন না...


আমি লিখি অমানুষিক রুগীদের নিয়ে যাদের বিভীষিকাময় অনাচারে মানুষগুলো গুমরে কাদে,

আমি ব্যক্তিপুজা করতেই পারি না কিন্তু আমি  ব্যক্তিত্ব নিয়ে আরাধনা ও করতে জানি..
আমি চামচামি করি না করতে শিখি ও নাই
জি হুজুর হ্যা ঠিক আছে আচ্ছা আচ্ছা আপনি যেভাবে বলেন সেভাবেই, এসব আমার লেখায় নেই।

আমার মা ও যদি কারো সাথে অন্যায় করে
আমি মেনে নিতে রাজি নই,  
আমি সেই মাজলুমেরই পক্ষে!