এ দেশ আমার মায়ার খনি
শেষ নাহি হয় মায়া তাঁর
এই দেশেতে জন্মেছি তাই
ধন্য হলো জন্ম আমার।
সবুজ শ্যামল কোমল তুমি
আমার প্রিয় জন্মভুমি,
নদীর ধারে পুকুর পারে
খাল-বিল ঝিল চিনি তারে।
সাগর বনের সমতলে
পাহাড়ি গান তালে তালে,
চাদর বিছায় পায়ের তলে
পাখ-পাখালি ফুলে-ফলে।
দেশ আমারি হিরার ক্ষনি
প্রিয়তমা মনের রানী।।