নিজের মত বাঁচবো আমি
আনন্দ-উল্লাস  চিত্তে
কি আসে যায় ছোটলোকদের-
ধনসম্পদ আর বিত্তে।

আমি আমার মতন করে
বিলিয়ে দিব সবার তরে ,
দেশান্তরে হারিয়ে যাবো
থকবো না এক  বৃত্তে ।

দেশের তরে, পরের ঘরে,
জন্ম আমার একাত্তরে,
জন্মভুমি আমার ধ্বনি
বিশ্ব আমার জ্ঞানের খনি

কার কতটা গাড়ি বাড়ি
এসবে না কেয়ার করি
কে আমারে কি ভেবে পায়
লোকের কথায় কি আসে যায়...

আমি আমার মত করে
নিজের সম্মান নেব কেড়ে,
অমানুষের মুখোশ খানি
দেব আমি উদোম করে।