আলপনা হোক কল্পনাতে মনের ভেতর আঁকা
সভ্যতাকে ছুঁয়ে দিতে প্রকৃতি কেন ফাকা,
বৃক্ষরোপন উতসাহে মন পথের ধারে ছায়া
সিক্ত বাতাস অক্সিজেনে জুড়ায় প্রানী কায়া।
শীতল সবুজ শান্তি মিলে বৃক্ষ তলে বসে
ক্লান্তি লুকায় অই সবুজে তরুরা যায় হেসে,
ডালে ডালে চড়াই বাবু ময়না পাখি এসে
কোকিল স্বরে মায়া ভরে দিবে ভালোবেসে।
অপচয়ের মাত্রা ভারি কেউবা কঠিন অনাহারি
বিজ্ঞাপনের ধান্দামিতে ব্যবসা হোক সচল,
চেতনাতে রং মেখে দে হুতুম প্যাচার মুখ এঁকে দে
টেপা পুতুল বিশ্ব সেরা আবিষ্কার ফসল।
ছাতামাতা বিজ্ঞানিরা পারে আর কি ঠ্যাং
মঙ্গল গ্রহে যাত্রা করে বিজ্ঞানি সব ব্যাঙ
মাটি দিয়ে তৈরি করে বিশ্ব যে তোলপার
না হয়েছে নারী-পুরুষ, হিজরা কুলাঙ্গার!